প্রিয় দেশ -লকডাউনে মেঘলা ইসলামের কবিতা

অতি উচ্চমাত্রার জীবাণুনাশক হবে?

দেশটাকে একটু মুছে নিতাম
সব জীবাণু গুলোকে এক সাথে গুড়িয়ে দিতাম

তোমার আছে অনেক তাই বিলাসিতা করো
ধ্যান ধারণার পুরোটাই নিজের ওপর রাখো
আমিতো এই দেশেরই ভুলে কেনো যাও
রকমারি রান্না কেবল নিজেরাই খাও !

দীর্ঘদিন কাটিয়েছি ঘরে
বাহ! কি মহান কাজ
যে মা যুগ যুগ কাটিয়েছে এখানেই
ভেবেছো কি তাঁর কি হাল?

আঁকা বাঁকা জীবন চাকা তবুও যে চলে
আকস্মিক এই পরিবর্তনে আমি কম্পিত

নৌকোর পালে দিয়ে হাওয়া
ধীরে ধিরে এগিয়ে চলা
টেবিলের তলে তব্ওু চলে দেনাপাওনার কাজ
বস্তা বন্ধ চাল গুলোও বলে মুখ খুলে দে আমার
কতো চোর হতে দেখেছি সাধু মাথায় টুপি দিয়ে
কেউ কেউ করছে নমস্কার পিঠে কিল দিয়ে

আশেপাশেই ঘটছে সব
কে নিবে এর দায়
দেখি সব তব্ওু যে হায় আমি নিরুপায়
তবে খেয়াল রেখো দুঃখ যেন বিস্ফোরিতো না হয়
তোমার জমানো বিলাসিতাই যেন কাল না হয়ে দাড়ায়
অতি উচ্চমাত্রার জীবাণু নাশক খুঁজছি তাই
দেশের গা-টা কে একটু মুছে দিতে চাই।

পিবিএ/ মেঘলা ইসলাম

আরও পড়ুন...