নড়াইল প্রতিনিধি: করোনার এই দুর্যোগমুহুর্তে নড়াইলে কয়েকজন দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। সোমবার সদর উপজেলার মূলিয়া মাঠে দরিদ্র কৃষক রবীন বিশ^াস ও সুবল রায়ের দেড় বিঘা জমির ধান কেটে দেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকে নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজাহান আলী মৃধা, জেলা কমিটির সদস্য সুনীল বিশ^াস,মূলিয়া ইউনিয়ন কমিটির সদস্য ভক্ত বিশ^াস সহ অন্যান্য নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।
এছাড়া মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামের দরিদ্র কৃষক হামিদ মোল্যার দুই বিধা, শেখহাটির কৃষক এনামুলের এক বিঘা, পৌরসভার নয়নপুরের কৃষক খোকন সিংহের ১৪ শতক জমির ধান কেটে দেয়া হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘ বিশ^ব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনার দুশ্চিন্তার পাশাপাশি মাঠে কৃষকের ধানা কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। বিভিন্ন এলাকায় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে। ধান কাটার কাজ অব্যাহত থাকবে।
পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ