মেজবাহুল হিমেল, রংপুর: রংপুর বিভাগের তিন জেলায় গত ২৪ ঘন্টায় চার পুলিশ ও এক আনসার সদস্যসহ নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু রংপুরেই রয়েছে নয়জন। এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৩ জনে। সোমবার (১১ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, আজ রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর জেলার ৯ জন, লালমনিরহাট জেলার ২ ও কুড়িগ্রামের একজনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে।
আক্রান্তদের মধ্যে পুলিশ লাইন্সের ৩ সদস্য, যাদের বয়স যথাক্রমে (২৩), (২৫) ও (২৪) এবং মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৬) রয়েছেন। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৩৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ এক নার্স (৫৫), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩২), রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী (৩৬), অপর কর্মচারী (৪৬), কুড়িগ্রাম সদর এলাকার এক শিশু (৮), লালমনিরহাট সদর হাসপাতালের কর্মচারী (৪০) ও লালমনিরহাট সাপ্টিমারী এলাকার এক যুবক (১৮)।
এদিকে রংপুরে আজকের নয় জনসহ পুরো জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৩ জনে। আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৯ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
রংপুর মেডিকেল কলেজের পিপিআর ল্যাবের সবশেষ তথ্য অনুযায়ী রংপুর বিভাগের তিন জেলায় গেল ২৪ ঘন্টায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে। এরমধ্যে সর্বোচ্চ ১৪৩ করোনা আক্রান্ত রোগী রংপুর জেলায়।
পিবিএ/বিএইচ