পিবিএ, নাঙ্গলকোট : বিশ্ব ব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণের প্রথম বারের মতো কুমিল্লার নাঙ্গলকোটে বৌ-শাশুড়ি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছে।
নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির পূর্ব বামপাড়া গ্রামে এ আক্রান্তের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১১-মে) বিকেল থেকে উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯-মে) পূর্ব বামপাড়া গ্রামের মৃত আমিন উল্যাহর ছেলে কৃষক আব্দুল করিম ওরফে বাগন (৬৪) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন। পরে নমুনা সংগ্রহ করে থানা পুলিশ গিয়ে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করেন।
বাড়িটিতে সর্বমোট আট জনের নমুনা সংগ্রহ করা হয়, এদের মধ্যে
সোমবার (১১-মে) বিকেলের কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস কার্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে দুজনের রিপোর্ট আসে পজিটিভ মৃত. বাগনসহ ৬ জনের রিপোর্ট এখনও আসে নাই।
তারা হলেন, মৃত. আব্দুল করিম ওরফে বাগনের স্ত্রী রাশিদা বেগম (৫২) ও ছেলে বৌ সুমি আক্তার (২৬)
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ করোনা সনাক্তয়ের বিষয়ে বক্তব্য দিতে রাজি নন।
তিনি কিছুদিন পূর্ব বলেন, আমি ডাক্তার থাকা অবস্থায় নাঙ্গলকোট উপজেলায় কোনো করোনা আসতে পারবে না, এ পর্যন্ত তিনি নাঙ্গলকোটে ১ শত ৮ জনের নমুনা সংগ্রহ করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে, পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, যাতে তারা পালাতে না পারে।
আগামীকাল থেকে নাঙ্গলকোট উপজেলায় লকডাউন রাখার নিদর্শনা দেন উপজেলা চেয়ারম্যান।
পিবিএ/মোঃ তাজুল ইসলাম মিয়াজী/নাঙ্গলকোট