মাগুরায় নতুন করে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ৪ জন করোনায় আক্রান্ত

পিবিএ,মাগুরা: মাগুরায় মঙ্গলবার নতুন করে তিন পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মীসহ মোট ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিন পুলিশ সদস্যর মধ্যে একজন নারী সদস্য রয়েছে। এনিয়ে মাগুরায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ জন।

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা শালিখা থানায় কর্মরত নতুন আক্রান্ত তিনজন পুলিশ সদস্যের একজনের বয়স ৩৫, অপর দুজনের বয়স ২১ এবং ২২ বছর। মাগুরা মহম্মদপুর উপজেলায় এক স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হওয়ার ফলে উপজেলায় এই প্রথম একজন করোনা শনাক্ত হলেন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতীতে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
পিবিএ/মোখলেছুর রহমান/এএম

আরও পড়ুন...