পিবিএ,রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার কালহাটি নামক গ্রামের পাশের পদ্মা বড়াল নদী থেকে অজ্ঞাত একনারীর অর্ধগলিত মরাদেহ উদ্ধার করছে থানা চারঘাট মডেল পুলিশ। মৃত ওই নারী এই থানাধীন এলাকার নয়। ইতোপূর্বে নারী নিখোজ বা ঘুম হয়ে যাওয়ার কোন অভিযোগ এই থানায় হয়নি। এই তথ্য প্রাথমিকভাবে ঘটনাস্থল পরির্দশন করে নিশ্চিত করেছেন চারঘাট সর্কেল সহকারী পুলিশ সুপার নুরে আলম।
আজ মঙ্গলাবার সকাল ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে থানার ওসি সমিত কুমার নুন্ডু সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। উপজেলার আশে পাশের গ্রামে অজ্ঞাত মৃর্ত নারীর নামে কেউ নিখোঁজ সাধারন ডায়রি করেনি। তদুপরি তার পরিচয় কেউ দিতে সক্ষম হয়নি। থানা পুলিশ বিভিন্ন ভাবে অজ্ঞাত ওই নারীর পরিচয় উৎঘাটন করার জন্য চেষ্টা অব্যহত রেখেছে। সর্বপরি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হেেয়ছে। বিরর্পোট আসলে মৃর্ত্যুর আসল রহস্য প্রকাশ হবে বলে জানান, ওসি। এই সংবাদ প্রকাশের পূর্ব মর্হুত পর্যন্ত মৃত নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।
পিবিএ/ওবায়দুল ইসলাম রবি/এএম