ঘরে বসেই পাওয়া যাবে করোনার সেবা

পিবিএ ডেস্ক: করোনার এই দূর্যোগকালে ঘরে ঘরে মেডি সেবা পেতে নতুন আয়োজন “হ্যালো নার্স”গ্রুপের। বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার দেড় মাসের মাথায় প্রায় পুরো দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দিনে দিনে বাড়ছে রোগীর সংখ্যা৷ তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। সরকারের নির্দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি হাসপাতাল গুলোতেও। করোনার মহামারিতা ঠেকাতে বন্ধ হয়েছে যানবাহন। নির্দেশ দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনের।

হাসপাতালের পাশাপাশি কোয়ারেন্টাইনে চিকিৎসা গ্রহনের নতুন এক আয়োজন “হ্যালো নার্স” গ্রুপের। কোয়ারেন্টাইনে থাকা রুগীদের ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিচ্ছে এই গ্রুপটি। গত ১মে থেকে এই সেবা চালু হয়েছে। সেবা দেয়া কালীন সেবা দাতার সবরকম ব্যয় বহন করতে হবে রুগী কর্তৃপক্ষের।

সেবাটি সম্পূর্ণ প্রাইভেট ভাবে পরিচালিত হচ্ছে। শুধু মাত্র ঢাকা শহরে এই সেবাটি প্রদান করা হয়। রুগীর চিকিৎসা খরচ আলেচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়। সেবা দান কালীন সেবা দাতার সব রকম নিরাপত্তা রুগী কর্তৃপক্ষের নিশ্চিত করতে হবে।

হ্যালো নার্স এর আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি বলেন, আমার এই গ্রুপের মেম্বাররা সার্বক্ষণিক রুগীর দেখাশুনা করবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিবে। বিশেষজ্ঞ নার্সের মাধ্যমে আমরা সেবা প্রদান করে থাকি। এই দুর্যোগে করোনা আক্রান্ত রুগীদের বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার মাধ্যমে খুব দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে। রুগীদের পরিবার পাশে না থাকলেও আমাদের মেম্বাররা পরিবারের মত করেই তাদের সেবা করে যাবে।

হ্যালো নার্স এর সেবা পেতে 01973-505930 এই নাম্বারে যোগাযোগ করুণ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...