পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ^রীতে করোনায় কর্মহীন হয়ে পড়া ট্রাক শ্রমিকদের ২০হাজার টাকা অনুদান দিলেন যুব মহিলা লীগের নেত্রী জাকিয়া সুলতানা বুবলী। মঙ্গলবার সকালে নাগেশ^রী ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন নাগেশ^রী যুব মহিলা লীগের আহবায়ক জাকিয়া সুলতানা বুবলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আতিকুল ইসলাম, বেলাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
এসব অর্থ শ্রমিকদের মধ্যে বিতরণ করবেন ট্রাক শ্রমিক নেতারা।
এছাড়াও একই দিনে নাগেশরী পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রলীগ ও পৌর যুবলীগের নেতাদের মাধ্যমে অতি দু:স্থ সাড়ে তিনশ পরিবারকে ৫কেজি চাল, ২কেজি আলু ও মিষ্টি কুমড়া বিতরণ করা হয়। এবং তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজনের মধ্যে ২৫কেজি চাল,৫কেজি আলু,মিষ্টি কুমড়া ছাড়াও নগদ এক হাজার টাকা সহায়তা দেন বুবলি। বুবলি জানান, করোনার এমন অবস্থায় সমাজের সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।
পিবিএ/মমিনুল ইসলাম বাবু/এএম