নাটোরে বউ বাজি রেখে মোবাইলে লুডু জুয়া, সংঘর্ষ, আহত-২

পিবিএ,নাটোর: নাটোর সদর উপজেলার হালসায এলাকায় মোবাইল অনলাইনে বউ বাজি রেখে লুডুর জুয়া খেলতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফিরোজা (৪৫) এবং রেখা (৫০) নামে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় পার হালসা আশ্রায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। অনলাইন জুয়া খেলার ব্যাপারে তিনি জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁজখবর নিয়ে এমনটি ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এমএসএম

আরও পড়ুন...