পিবিএ,ঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরমেয়র ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগের আহবায়ক জাহাঙ্গীরসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
জানা যায়, গত (১২ মে) মঙ্গলবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও গরীব অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যক্তিগত তহবিল হতে ত্রাণের পাশাপাশি প্রতিদিনের ন্যায় ইফতার বিতরণ করছিলেন ঘোড়াঘাট পৌরমেয়র আব্দুস ছাত্তার মিলন এর দিনাজপুর- ৬ আসনের অ্যাম্বাসেডর,ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু। এসময় ঘোড়াঘাট যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা মেয়র ও বাবুর ওপর অতর্কিতভাবে হামলা করে। এতে মেয়র ও সাংবাদিক বাবু গুরুতর আহত হন। আহত অবস্থায় সাংবাদিক বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন। অন্য দিকে মেয়র প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা করেন। যাহার তাং ১২/০৫/২০২০ ইং ও মামলা নং- ৫।
মামলায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের ওয়াকার আহমেদ নান্নু ও সোহরাব হোসেন সোহেল, সিংড়া ইউপি যুবলীগের সভাপতি মাসুদ রানা। অপর আসামীরা হলেন, উপজেলার হায়দারনগরের হাবিল, বিরাহিমপুর গুচ্ছগ্রামের আব্দুর রউফ ভান্ডারী, সাগরপুর গ্রামের আসাদুল ও আজাদসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার (১৩ মে) দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পিবিএ/মোঃ সুলতান কবির/এএম