পিবিএ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির অযৌক্তিক এবং ভৌতিক বিলসহ সীমাহীন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বুধবার দুপুরে উপজেলার শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচীর আয়োজন করে কলাপাড়া নাগরিক উদ্যোগসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় বক্তব্য রাখেন নাগরিক উদ্যেগের সভাপতি কমরেড নাসির তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, ও আতাজুল ইসলামসহ স্থানীয়রা।
বক্তারা বলেন করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি মার্চ ও এপ্রিল মাসের বিল একত্রে প্রদান করে এবং পরিশোধের শেষ তারিখে এসব বিল কাগজ গ্রাহকদের সরবারহ করেছে। এর ফলে প্রায় চল্লিশ হাজার গ্রাহক সরাসরি বিড়াম্বনায় পড়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতে জুন পর্যন্ত বিল আদায় না করাসহ বিদ্যমান ডিজিটাল মিটার বাতিল করার দাবী জানান। দাবী মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করার ঘোষনা প্রদান করেন।
পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এএম