পিবিএ,মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রাদূর্ভাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় যে, গত ১ সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯০ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।
আজ বুধবার একদিনেই ১০ জন সহ বর্তমানে ৩০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রতিদিনই ৭-৮ জন রোগী নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
করোনা ভাইরাসের সংক্রমনের আতঙ্কে অনেকেই যখন হাসপাতাল বিমুখ ঠিক তখনই করোনার প্রাদুর্ভাবের মধ্যে হঠাৎ করে শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ।
অনেকে করোনা আতঙ্কে হাসপাতালে না এসে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। করোনার ভিতর ডায়রিয়া রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের।
চিকিৎসারত কয়েকজন জানান, এখানে ওষুধ ও স্যালাইন বিনামূল্যেই দিচ্ছে। কলেরা স্যালাইন আর খাবার স্যালাইনও দিচ্ছে হাসপাতাল থেকেই। তবে সব ওষুধের যোগান দিতে পারছেনা হাসপাতাল কর্তৃপক্ষ।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, ঋতু পরিবর্তন ও গরমের ফলে গত কয়েকদিন ধরে লোকজন ডায়রিয়ায় বেশী আক্রান্ত হচ্ছে। খাবার স্যালাইন ও কলেরা স্যালাইনের কোন সংকট নেই । যথাযথভাবেই রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। তবে এসময় খাবারদাবার বুঝেশুনে খাওয়া উচিত।
পিবিএ/হাফিজুর রহমান জিহাদ/এএম