পিবিএ,পটুয়াখালী: র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন মরিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ হালিম হাওলাদারকে(৪০) গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০১/৫/২০২০ইং তারিখ সকালে হালিম হাওলাদারসহ আরও কয়েকজন জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী সাদেক হোসেন, অমল দাস, বশির হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তারা মারাত্মক আহত হয়ে পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। এ সংক্রান্ত মোনাসেফ হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মোঃ হালিম হাওলাদারসহ ০৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন (পটুয়াখালীর সদর থানার মামলা নং-১ তারিখ ০১/৫/২০২০) এবং অভিযুক্তদের গ্রেফতারে র্যাবের সহযোগিতা কামনা করেন।
কোম্পানী কমান্ডার রইছ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/সুনান বিন মাহাবুব/বিএইচ