পিবিএ,খোরশেদ আলম শিমুল,হাটহাজারী (চট্টগ্রাম) : স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খাঁন কামাল এমপি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে মন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় তারা মিলিত হন।
আসদুজ্জামান খাঁন কামাল ৩০ মিনিটের মত আল্লামা শাহ আহমদ শফীর সাথে সময় কাটান। এ সময় তিনি শফীর হুজুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
আল্লামা শাহ আহমদ শফীর কাছে দোয়া চাইতে এসেছেন বলে সাক্ষাত শেষে গণমাধ্যম কর্মীদের জানান আসদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির, এবং প্রধানমন্ত্রীর জন্য হুজুরের কাছে দোয়া চেয়েছেন এবং হুজুরও দোয়া করেছেন বলে জানিয়েছেন। তাছাড়া শান্তিপূর্ণ ভাবে বিশ্ব ইজতেমা সসর্ম্পূণের জন্য ও দোয়া করা হয়েছে।
এসময় সাতকানিয়া ও লোহাগড়ার সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মহিউদ্দিন সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদুল্লাহ রেজা, পুলিশের উর্ধ্বতম কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, মাওলানা আনাস মাদানী,মাওলানা শেখ আহম্মদ, মঈনুদ্দীন রুহি, মাওলানা ওমর ফারুক,মাওলানা ইবরাহিম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদ্রাসায় মন্ত্রীর আগমনের কথা শুনে জুমার নামাযের পর থেকে গণমাধ্যমকর্মীরা মাদ্রাসায় অবস্থান করেছিল। তবে মন্ত্রীর সাথে বড় হুজুরের সাক্ষাতের সময় কোন গণমাধ্যমকর্মীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কর্মসূচীতে যোগদান করেন।
পিবিএ/কেএএস/জেডআই