নোয়াখালীতে দোকানপাট ও মার্কেট বন্ধ ঘোষণা

রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ: নোয়াখালীতে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জেলার সকল ধরণের মার্কেট, শপিং মল, দোকান পাট/ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার(১৪ মে) সন্ধ্যায় জেলা প্রশাসক তন্ময় দাস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমুহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সরেজমিনে গিয়ে মার্কেটগুলোতে উপচে পড়া ভীড় ও সরকার প্রদত্ত শর্তসমুহ মেনে চলার ক্ষেত্রে অবহেলা এবং ইতিমধ্যে করোনাভাইরাস সংক্রমন মারাত্মক আকার ধারন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নিত্যপ্রয়োজনী দ্রব্যের দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকান ও অন্য পরিষেবা পূর্বের জারিকৃৃত নির্দেশনা অনুযায়ী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানা যায়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...