ইউনুস আলী ফাইম,নওগাঁ: নওগাঁ আমের রাজধানী খ্যত সাপাহার উপজেলা।উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৮ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। যাতে করে এ বছরে বৃদ্ধি পেয়েছে ২ হাজার ১শ’ ৫০ হেক্টর জমি। জেলার উপজেলা গুলোতে ইতিমধ্যে সরকারীভাবে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ মে গুটি আম, ২৫মে গোপাল ভোগ/রানী পছন্দ, ৩১মে খিরশাপাত/হিমসাগর,২জুন নাগফজলী, ৮ জুন ল্যাংড়া, ১৮ জুন ফজলী ২০জুুন আম্রপলী বা রুপালী এবং ৮ জুলাই আশ্বিনা আম ভাঙ্গা হবে।
আম নামানোর সময় ঘুনিয়ে এলেও এবছরে বাজারের চিত্র পুরটাই ভিন্ন। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে এখোন সরগরম হয়নি সাপাহারের আমের বাজার আসেনি দেশেন বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা। দেশে করোনা পরিস্থিতিতে এবছরে আমের ব্যাবসা নিয়ে বেশ চিন্তিত ব্যাবসায়ীরা।দেশে করোনা পরিস্থিতিতে এবছরে আমের ব্যাবসা নিয়ে বেশ চিন্তিত ব্যাবসায়ীরা।
তবে এখান কার স্থানিয় আড়ৎদাররা আমের সিজন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আমচাষী মেহেদি চৌধুরী বাবু বলেন, এবারেও সাপাহারে আমের ব্যাপক ফলন হয়েছে তবে সঠিক সময়ে সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তায় আছি। করোনা পরিস্থিতে এখোন পর্যন্ত দুর দুরান্তের পাইকার দের আনাগনা শুরু হয়নি।
উপজেলা কৃষি অফিসান মজিবুর রহমান পিবিএকে বলেন, উৎপাদন লক্ষমাত্রা প্রতি হেক্টো জুমিতে গড়ে ১২থেকে ১৪ মে:টন আম আশা করা যাচ্ছে। বাঁকি সামনের কয়েকটা দিন আবহাওয়া অনুকুলে থাকলে আমচাষীরা লাভবান হবেন।
পিবিএ/বিএইচ