কুমিল্লায় পুলিশসহ ২৮ জন করোনায় আক্রান্ত

মনির হোসেন,কুমিল্লা: কুমিল্লায় নতুন করে দেবিদ্বারে ২৫ জনসহ জেলায় ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে তিন জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত দেবিদ্বার উপজেলায় ১৫ পুলিশ এবং থানার ৩ জন সদস্য নিয়ে মোট ১০২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৪৮ জন।শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শুক্রবার সাত জনসহ সুস্থ হয়েছেন মোট ৪৬ জন। মৃত্যুবরণ করেছেন নয় জন।

এ পর্যন্ত কুমিল্লায় চার হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। চার হাজার ১৭৬ জনের ফলাফল এসেছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...