সিরাজগঞ্জে ৩ জন পুলিশসহ করোনা আক্রান্ত ৬

সোহাগ লুৎফুল কবির, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ৩ পুলিশ সদস্য সহ আক্রান্ত হয়েছেন মোট ৬ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল জানান, কাজিপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ আনিছুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, কনস্টেবল মোঃ আল- মামুন।

করোনার লক্ষণ নিয়ে ঢাকায় মৃত গান্ধাইল গ্রামের আবু সাইদের স্ত্রী লিলি খাতুন ও তার মেয়ে শান্তামনির পাঠানো নমুনায় কভিড ১৯ পজেটিভ রিপোর্ট এসেছে।

৯ মে নিজ বাসায় মারা যান রাজউক এ কর্মরত আবু সাইদ। পরে স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি গান্ধাইলে দাফনকার্য সম্পাদক করেন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলার তেকানী ইউনিয়নের কান্তনগর গ্রামের তেকানী নৌকা ঘাটের টং দোকানী শাহা আলীর পুত্র নুরনবীর রক্তের নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান বলেন, পুলিশ স্টেশনের দৈনন্দিন কার্যক্রম আগামী ১০ দিন সীমিত আকারে চলমান থাকবে। এনিয়ে কাজিপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৮ জনের সুস্থ্য হয়ে বাড়ী ফিরছে ২জন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...