কর্ণফুলীতে ৫০০০ পিস ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী আটক

iyaba-cloth-business-PBA

পিবিএ,ঢাকা: কর্ণফুলীর মইজ্জ্যারটেক হতে ৫০০০পিস ইয়াবাসহ এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. ফারুক। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পোতাজিয়া পাড়ার মো. আবুল হোসেনের ছেলে বলে জানা যায়।

শুক্রবার ( ১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা বলে ধারণা করছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার চৌকস পুলিশ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পিবিএকে জানান, আটক ব্যক্তি নিজেকে কাপড় ব্যবসায়ী বলে পরিচয় দেন। কর্ণফুলী ফিলিং স্টেশনের সামনে বাসের জন্য অপেক্ষা করেছিলো তিনি। সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখে দেহ তল্লাশিকালে তার কাছে এসব ইয়াবা পাওয়া যায়।’

সে বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।

পিবিএ/এফএস

আরও পড়ুন...