শ্রীমঙ্গলে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার, শ্রীমঙ্গল: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দিন দিন বেড়ে চলছে কর্মহীন মানুষের সংখ্যা। দীর্ঘ ২ মাসেরও উপরে লকডাউনের কারনে এই অবস্থায় উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি শহীদুর রহমান শহীদের উদ্যোগে শনিবার (১৬ মে) বিকেল ৪ টায় উপজেলার কালাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের হাজিপুর, বরুনা ও নয়ানশ্রী এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবন, পিয়াজ, তেল ইত্যাদি বিতরণ করেন।

এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলী, কালাপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শহীদুর রহমান, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী, লাইফ লাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সুফিয়ান, কাতার প্রবাসী মোঃ মুহিবুর রহমান, সারোয়ার মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে যুবলীগ নেতা শহীদুর রহমান শহীদ বলেন, তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে কালাপুর ইউনিয়নের কর্মহীন হয়েপড়া মানুষজনের মধ্যে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

পিবিএ/তোফায়েল পাপ্পু/বিএইচ

আরও পড়ুন...