চাঁদপুরের পদ্মায়-মেঘনায় জেলেরা জাল ফেলে কাংখিত ইলিশ পাচ্ছেনা। নদীতে জাল ও নৌকা ফেলে যে পরিমান খরচ হচ্ছে তাতে বরং জেলেদের লোকসান গুনতে হচ্ছে। মেঘনা উপকুলীয় জেলে পাড়ার জেলেরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তারা বাধ্য হয়ে তাদের নৌকা ও জাল এখন ডাঙ্গায় উঠিয়ে রেখেছেন। তারা হতাশা ও আতংকে তাদের কঠিন সময় পার করতে দেখা যাচেছ। রোববার, ১৭ মে। ছবি : পিবিএ

আরও পড়ুন...