শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিবিএ,শেরপুর: ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় ১৭ মে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিলা পারভিন (২৯) ও উর্মি সাহা (২৬) নিহত হয়েছে। এ ঘটনায় টুকটুকি সাহা (২৮) ইউসুফ আলী (২৭) গুরুতর আহত হয়ে শজিমেকে চিকিৎসাধিন রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, চান্দাইকোন বগুড়া বাজার থেকে বগুড়া বনানীগামী সিএনজি ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজির সাথে টক্কর লাগে। এতে ঘটনাস্থলেই শেরুয়া এলাকার সুলতান মিয়ার স্ত্রী নিলা পারভিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ধুনট উপজেলার উর্মি সাহা, টুকটুকি সাহা ও ইউসুফ আলী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উর্মি সাহ নিহত হয়।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এএম

আরও পড়ুন...