পিবিএ,সাপাহার: নওগাঁর সাপাহারে চলতি বোরো মৌসুমে সরকারী ভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, ২৬ টাকা কেজি দরে লটারীর মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৬ জন কৃষকের কাছ থেকে সরাসরি ১ হাজার ৬ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। ১৭ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ইউসিএফ) কাওছারুল আলম, খাদ্য পরিদর্শক ও খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/সোহেল চৌধুরী রানা/এএম