করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে রংপুর জেলাকে লগডাউন ঘোষণা দিয়েছে সরকার। আর রংপুর লালবাগের গরুর হাটে সামাজিক দুরুত্ব না মেনে হাজার হাজার মানুষ গরু-ছাগল বিক্রী ও কিনতে এসেছে। ছবিটি রংপুর নগরীর ২৮ নং ওয়ার্ডে লালবাগের হাট থেকে তোলা। রোববার, ১৭ মে। ছবি : পিবিএ/মেজবাহুল হিমেল