আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: অসহায়দের জন্য সরকারী বরাদ্দকৃত ২৫০০ টাকা ও বাচ্চাদের খাদ্য সামগ্রী সঠিক জায়গায় না দেওয়ার অভিযোগে বগুড়ার আদমদীঘিতে কাউন্সিলর ওয়াহেদুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এলাকাবাসী।
রোববার সকাল ১১ টায় সান্তাহার সাইলো রোড চাইনার মোড় নামক স্থানে ঘন্টা ব্যাপী প্রায় শতাধিক লোকজন সারিবদ্ধ হয়ে এই প্রতিবাদ জানায়। ওয়াহেদুল ইসলাম উপজেলার সান্তাহার পৌর এলাকার রথবাড়ি ৪নং ওয়ার্ড কাউন্সিলর।
জানাযায়, নিন্মবিত্তের মানুষের জন্য সরকারী বরাদ্দকৃত ২৫০০ টাকা ও বাচ্চাদের খাদ্য সামগ্রী সঠিক জায়গায় না দেওয়ায় এই কাজের অনিয়মে এলাকায়বাসীর অভিযোগ। তারই ধারাবাহিকতায় ৪ং ওয়ার্ডের এলাবাসীরা বেলা ১১ টায় ঘন্টা ব্যাপী সারিবদ্ধ হয়ে প্রতিবাদ জানায়।
কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম বলেন, মিথ্যা অভিযোগ করা হয়েছে আমার নামে। চ্যালেন্স করে আমি কাজ করি কোনো কাজে অনিয়ম নাই। এই বিষয়ে খতিয়ে দেখতে পারেন।
পিবিএ/সাইফ হাসান খান সৈকত/বিএইচ