ভালুকা হাসপাতালের ২ জনসহ প্রতিবন্ধীর করোনা শনাক্ত

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মী ও দুই ডাক্তারের পর এবার আরেক স্বাস্থ্যকর্মী ও ঝাড়ুদার করোনায় আক্রান্ত হয়েছেন। এই দুজনের সঙ্গে আরেক প্রতিবন্ধীর শরীরেও করোনা ধরা পড়েছে। রোববার এই উপজেলার নতুন করে মোট তিনজনের কেরোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারী ও বুধবার এক ল্যাব সহকারীও আক্রান্ত হয়েছিলেন।পরের দিন শুক্রবার ভালুকা সরকারী হাসপাতালের দুই ডাক্তার করোনায় শনাক্ত হয়েছেন।এক দিন পর অর্থাৎ রোববার উপজেলায় নতুন করে আরো তিনজনের শরীরে করোনা ধরা পড়ে।

উপজেলায় মোট রোগীর সংখ্যা ১৭। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। পাঁচ দিনে ভালুকা হাসপাতালের দুই ডাক্তার, তিন স্বাস্থ্য কর্মী এবং এক ঝাড়ুদারসহ মোট ছয় জন আক্রান্ত হয়েছেন।এরপরও এক ঘেয়েমি সিদ্ধান্ত নিয়ে হাসপাতালের সকল কার্যক্রম চালু রেখেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন।

এ বিষয়ে কথা বলার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিনের মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পিবিএ/আলী আকবর সাজু/বিএইচ

আরও পড়ুন...