বরগুনায় ফল ব্যবসার অন্তরালে ফেনসিডিল বাণিজ্য, গ্রেফতার-২

সাগর আকন,বরগুনা: বরগুনায় ফেনসিডিল এবং ফেনসিডিল বিক্রির টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বরগুনা পৌরসভার আমতলার পাড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৩৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা পৌরসভার কলেজ ব্রাঞ্চ রোডের বাসিন্দা মনিন্দ্র রায়ের ছেলে শমির রায় (৩৪) এবং ঝিনাইদহের কালিগঞ্জ থানার চাঁদপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শামসুল মির্জার ছেলে সাইদ মির্জা (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে পৌরসভার আমতলার পাড় এলাকার একটি ফলের গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় গোডাউনের দোতলা থেকে শমির এবং সাইদকে গ্রেফতার করা হয়।

পরে তাদের নিয়ে গোডাউনে দীর্ঘ সময় তল্লাশি শেষে একটি লেবুভর্তিবস্তার মধ্য থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এরপর শমির এবং সাইদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের কাছ থেকে ফেনসিডিল বিক্রির ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, ফল ব্যবসার আড়ালে শমির এবং সাইদের বিরুদ্ধে ফেনসিডিল বিক্রির তথ্য ছিল আমাদের কাছে। তথ্যের ভিত্তিতে রোববার রাতে শমির এবং সাইদের গোডাউনে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় তাদের গোডাউন থেকে ফেনসিডিল এবং ফেনসিডিল বিক্রির টাকা জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, শমির এবং সাইদ সরাসরি ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। তাই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...