মোহাম্মদ হোসেন,হাটহাজারী: ভাগ্য পরিবর্তন ঘটেছে কচু চাষীদের বেশিভাগ কচু ত্রাণ হিসেবে বিক্রি হয়েছে। হাটহাজারীতে ফসলের মাঠে কচু চাষীদের মুখে হাসি ঝলক দেখিয়েছেন ইউএনও রুহুল আমিন। হাটহাজারী উপজেলা প্রশাসন এবার ত্রাণ এর সাথে কচু চাষীদের প্রধান্য দিয়েছে যার কারনে চাষীরা খুশি।
ইউএনও রুহুল আমিন বলেন,এবার ফসলের মাঠে সবার প্রিয় কচু এবং কচুর বাম্পারও হয়েছে হাটহাজারীতে তাই কচু চাষীদের নিরাশ করিনি তাদের কচু ও ফসলে মাঠে ক্রয় করে ত্রাণ হিসেবে কর্মহীন মানুষদের দেওয়া হয়।
পিবিএ/মোহাম্মদ হোসেন/বিএইচ