প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ও তীক্ষ্ণ নজরদারি চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
রাজধানীর আশকোনায় শিক্ষামন্ত্রী দীপু মনি।

পিবিএ,ঢাকা: শিক্ষামন্ত্রী দীপু মনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় যুক্ত হলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র দেখতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ও তীক্ষ্ণ নজরদারি চলেছে। শিক্ষা প্রশাসনও তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি। আমরা সবাই চাই প্রশ্নপত্র ফাঁসমুক্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হোক। এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...