পিবিএ,পটুয়াখালী: করোনাকালে পটুয়াখালীর উপকূলে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ । এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে পটুয়াখালীর প্রশাসন। জেলার দুর্গত মানুষের আশ্রয়ের জন্য ৭৫০ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও সকল বিদ্যালয়সমূহ আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আম্ফান মোকাবেলায় বিশেষ সতর্কতা জারি করা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি। তবে মঙ্গলবার দুপুর থেকেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং নদী উত্তাল রয়েছে। সকাল থেকে তাপমাত্রাও স্বাভাবিক রয়েছে।
পটুয়াখালীর আবহাওয়া পর্যবেক্ষক মাহবুবা সুখি জানান, মঙ্গলবার পর্যন্ত পটুয়াখালীর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতে হালকা বৃষ্টি হতে পারে। ২০ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান এই অঞ্চলে আঘাত হানতে পারে।
পিবিএ/সুনান বিন মাহাবুব/বিএইচ