পিবিএ, যশোর: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত সাড়ে় ১০টার সময় সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ২ কেজি গাঁজা সহ আকাশ (২৪)নামে এক পাচারকারীকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ।
বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তে একটি বাগানে অবস্থান করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেন , ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম সহ বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ আকাশ নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয় ।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ২ কেজি গাঁজা সহ আকাশ নামে এক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
পিবিএ/ইএইচকে