লালপুরে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়ম ট্রাকসহ পণ্য সামগ্রী জব্দ

পিবিএ,লালপুর: নাটোরের লালপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম ও পণ্য বিক্রয়ের সময় নিয়ম অনুসারে পণ্য সামগ্রী না থাকায় ট্রাক সহ মালামাল জব্দ করা হয়েছে । মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভা এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশনের কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি সরজমিনে এসে টিসিবির পণ্য বিক্রয়র কালে সে তদন্ত করে ৩৮ লিটার সোয়াবিন তেল সহ বোতল, পিঁয়াজ ৬০ কেজি কম পায় এবং ডাউল বিক্রির কথা থাকলেও সেথানে কোন ডাউল না থাকায় পণ্য বিক্রি বন্ধ করে দেন।

বিষয়টি তদন্ত করে পণ্য সামগ্রী না থাকায় ট্রাক সহ মালামাল জব্দ করে লালপুর থানায় হস্তাতর করেন । এবিষয়ে গোপালপুর পৌর ছাত্রীলীগের আহবায়ক উপল কুমার পাল (সজল) জানান, টিসিবির ডিলার শরিফুল ইসলাম কার্তিক দীর্ঘ দিন ধরে পণ্য সামগ্রী বিক্রয়ে অনিয়ম করে আসছিল।

বিষয়টি হাতে নাতে ধরতে মঙ্গলবার সকাল থেকেই আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা টিসিবির পণ্য বিক্রয় কালে ঘটনা স্থলে থেকে গাড়িতে মালামাল কম পরিলক্ষিত হওয়ায় ডিলার শরিফুল ইসলাম কার্তিক কে ফোনে জিজ্ঞাসা করি যে আপনার পণ্য সামগ্রী কম আছে কি না ? প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের কোন পণ্য কম নাই । কিন্তু বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি জানান, ঘটনা শুনে তৎক্ষনাৎ ঘটনা স্থলে এসে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় টিসিবিরি পণ্য সমগ্রী জব্দ করে থানায় হস্তাতর করা হয়েছে,ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে ।

পিবিএ/মাজহারুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...