ওড়িশা থেকে মাত্র ৩শত কিমি দূরে চলে এসেছে আম্ফান

পিবিএ ডেস্ক: ক্রমেই এগিয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। রাত ১০টা নাগাদ ভারতের ওডিশা থেকে মাত্র ৩০০ কিমি দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। তবে আম্পানের দাপটে ইতোমধ্যেই প্রবল বেগ ঝড় শুরু হয়েছে ভুবনেশ্বর ও সংলগ্ন এলাকায়।

ভারতের আবহবিদদের বরাত দিয়ে সেখানকার সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এতে বলা হচ্ছে, আম্পানে ওডিশা ও পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ৪০টি এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে সেখানকার আবহাওয়ার দফতরের খবরে বলা হয়, দিঘা থেকে আর ৫১০ কিলোমিটার দূরে রয়েছে আম্পান। বুধবার (২০ মে) দুপুর থেকে বিকেলের মধ্যেই তা ঢুকে পড়বে স্থলভাগে। মূলত দিঘা ও হাতিয়া দ্বীপের কাছাকাছি জায়গা থেকেই স্থলভাগে ঢুকবে ওই ঝড়।

আশঙ্কা করা হচ্ছে স্থলভাগে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিবেগে আঘাত করবে আম্পান। তবে সর্বোচ্চ গতি হতে পারে ১৮৫ কিলোমিটার।

১৯৯৯ সালের পর এই প্রথম সুপার সাইক্লোন ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...