আগামী দিনের চ্যালেঞ্জ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা: নওগাঁয় খাদ্যমন্ত্রী

পিবিএ,নওগাঁ : নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সারাদেশে ৪৬৩ টি সংস্থা কাজ শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

আজ শনিবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।এ সময় মন্ত্রী বলেন, দেশ খাদ্যেস্বয়ং সম্পূর্ণ। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সেই লক্ষেই জিরো টোলারেন্স নিতিতে কাজ করছে সরকার। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ভেজাল খাদ্য পরিবেশন প্রতিরোধে হোটেল রেষ্টুরেন্টগুলো গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে। এবং স্ব-স্ব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তদারকি করবেন।

র‌্যালী শেষে নওগাঁ জেলা প্রশাসককের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন প্রমুখ।

পিবিএ/বিএআর/জেডআই

আরও পড়ুন...