পৌর কর্মকর্তা-কর্মচারীদের ২৫ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

পিবিএ,ঢাকা: পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৫ ধারায় পৌরসভাকে সরকারের একটি প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আইনের ৯১(৪-এর ক) ধারায় বলা আছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা পৌরসভার তহবিল থেকে দিতে হবে।

কিন্তু অনেকেই বলছেন, মেয়রদের ব্যর্থতার কারণে এখন সরকারকেই বেতন-ভাতার জোগান দিতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

এ নিয়ে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হচ্ছে। গত ২৩ মার্চ জাগো নিউজে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ ১০ মাস, তবুও স্বস্তিতে পৌরমেয়র শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

খবরে বলা হয়, ‘রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৩০ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে ১০ মাস। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা। অভিযোগ উঠেছে মেয়রের অব্যবস্থাপনায় বেতন হচ্ছে না। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই অব্যবস্থাপনা। এতে ক্ষুদ্ধ কর্মীরা।’

পিবিএ/এমআর

আরও পড়ুন...