পিবিএ ডেস্ক : ২০০ তার কাছে নেহাতই একটি সংখ্যা। কিন্তু, সেই সংখ্যা ছোঁয়ার কৃতিত্ব এখনও পর্যন্ত আর কোনও মহিলা ক্রিকেটারের নেই। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ ২০০তম একদিনের ম্যাচ খেলতে নামছেন।
এক সাক্ষত্কারে মিতালি বলেন, ‘আমার কাছে ২০০তম ম্যাচ নেহাতই একটা সংখ্যা। তবে, এতদূর আসতে পেরে ভালো তো লাগবেই।’
এ প্রসঙ্গে মিতালি রাজের ভাষ্য, ‘যখন আমি ব্যাট হাতে প্রথম বাইশগজে নেমেছিলাম, লক্ষ্য ছিল ভারতের জাতীয় দলের জার্সি পরা। কিন্তু, কোনও দিনই ভাবিনি ২০০টা একদিনের ম্যাচ খেলে ফেলব।’
পিবিএ/ জিজি