উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে করোভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য বরাদ্দকৃত জিআরের ১হাজার ৬৫ কেজি চাল জব্দ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলায় বজরা ইউনিয়ন পরিষদ এলাকায় বিপুল নামের এক গ্রাম পুলিশের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের বিপুল নামের গ্রাম পুলিশের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মেঝেতে কালোবাজারে মজুদকৃত ১হাজার ৬৫কেজি জিআরের চাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়ির লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতেই উদ্ধারকৃত চালগুলো পুলিশ থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১হাজার ৬৫ কেজি চাল জব্দ করে থানায় নিয়ে আসে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের কালের কণ্ঠকে বলেন, এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
পিবিএ/রোকনুজ্জামান মানু/এমএ