র‌্যাব-২ মোহাম্মদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

পিবিএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে অভিনব কায়দায় লোকানো ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। একইসাথে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ আউয়াল হোসেন (৩৮) এবং মোঃ ফয়সাল (২৯)। আওয়াল বরগুনা সদরের বাঁশবুনিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং ফয়সাল মতলবের হাসিমপুর গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে।

তারা কক্সবাজার হতে ঢাকা গামী একটি প্রাইভেটকার যোগে কতিপয় মাদক ব্যবসায়ী পরষ্পর যোগসাজসে আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট (মাদক) নিয়ে সাতমসজিদ রোড হয়ে মোহাম্মদপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদে জানতে পেরে ডিএমপি ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সুমাইয়া মার্কেটস্থ দোকান নং ১০১, রুবেল সুজ হাউজ এর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে পাইভেটকারটি আটকের অপেক্ষায় ওৎ পেতে থাকে। অতপর ১৯.২০ ঘটিকায় প্রাইভেটকারটি ঘটনা স্থানে পৌঁছালে থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব ধাওয়া করে ২ জনকে গ্রেপ্তার করে। কৌশলে দৌড়ে কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারে থাকানিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) এর কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে প্রাইভেটকাওে অভিনব পস্থায় লুকিয়ে রাখা ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০,০০,০০০/- (ত্রিশলক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য (ইয়াবা) ক্রয় করে প্রাইভেটকার যোগে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবাট্যাবলেট) সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল। এসময় একটি প্রাইভেট কার, নগদ টাকা, ৩টি মোবাইল জব্দ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিবিএ/এমএ

আরও পড়ুন...