শোলাকিয়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়নি


পিবিএ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ময়দান শোলাকিয়া ঈদগাহ। প্রতিবছর এ ময়দানে ঈদ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে।

বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের “গোর-এ-শহীদ বড় ময়দানের” পর দ্বিতীয় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এ ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। বর্তমানে এখানে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগে শর্টগানের ফাঁকা গুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সঙ্কেত দেওয়া হয়। নরসুন্দা নদীর তীরে এর অবস্থান।

বাংলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। দেশের অন্যতম বৃহত্তম এই ঈদগাহ মাঠের ঈদ জামাতে আনুমানিক তিন লক্ষ মুসুল্লি জমায়েত হত। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ সাহেব ইমামের দায়িত্বে রয়েছেন। ঈদের দিন যেই মাঠ মুসুল্লিদের সমাগমে ভরে উঠত, আজ সেই মাঠ লোকশূন্য। এই মাঠে ঈদ জামাত পড়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত সহ দেশের বাইরে থেকে ঈদ জামাত পড়ার জন্য লোক আসে।

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে, সরকারের নির্দেশনায় এই ঈদ জামাত বাতিল করা হয়।

পিবিএ/মোঃ জোবায়ের হোসেন খান/এমএ

আরও পড়ুন...