গজারিয়ায় মুক্তিযোদ্ধার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসীরা।

গত মঙ্গলবার (২৬ মে) ভোর সকাল ৫টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার এবাদুল্লাহ (৭৫) বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত-ওয়াজউদ্দীন প্রধানের পুত্র।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মুক্তিযোদ্ধা এবাদুল্লাহ মুঠোফোনে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ফজর নামাজ পড়ার জন্য তিনি ঘর থেকে বাহির হলে পরিকল্পিত ভাবে একই এলাকার উৎ পেতে থাকা শহীদুল্লাহর দুই ছেলে তরিকুল ও তোফাজ্জলসহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী তার পথ রোধ করে এলোপাতারি মারপিট শুরু করে। দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তার দুই পা ও সারা শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় তিনি চিৎকার দিলে তার মেয়ে ঘর থেকে বাহির হয়ে উপায়ন্তর না দেখে ৯৯৯ এ ফোন করে। পুলিশের আসার টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও হাসপাতালে নিয়ে যায়।

সোনারগাঁও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সিকদার মাহমুদ হোসেন জানান, আহত মুক্তিযোদ্ধার দুই পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে জখম আছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

গজারিয়া শাখার ডেপুটি মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, আমরা সকল মুক্তিযোদ্ধারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গজারিয়া থানার ওসি তদন্ত আল মামুনুর রশীদ জানান এখনো থানায় এখনো কোন লিখিত অভিযোগ হয়নি তবে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/আল মামুন/এমএ

আরও পড়ুন...