প্রধানমন্ত্রীর উপহার বসতঘর পেল হাটহাজারীর ৬ পরিবার

মোহাম্মদ হোসেন,হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নে মনাই ত্রিপুরা পাড়ায় ৬ পরিবার প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ঘর পেয়েছেন ।

পাহাড়ের পাদেেদশে মনাই ত্রিপুরা পল্লী গত দেড় বছরে পথঘাট থেকে শুরু করে অলিগলিতে অনেকটা উন্নয়ন করেছেন উপজেলা প্রশাসন। এর আগে এখানে অবহেলিত ত্রিপুরা পল্লীতে বসবাসরত লোকজন দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন।

ইউএনও মোহাম্মদ রুহুল আমিন হাটহাজারীতে যোগদানের পর ত্রিপুরা পল্লীর বসবাসরত লোকজনকে ভালো একটা পরিবেশে নিয়ে আসছেন এর ধারাবাহিতায় বর্তমান প্রধানমন্ত্রীর ছয়টি বসতঘর উপহার দিয়েছেন।

বুধবার (২৭ মে ) দুপুরে উপজেলা প্রশাসন ত্রিপুরা পল্লীতে উপস্থিত থেে সচীন ত্রিপুরা, সত্যলক্ষি ত্রিপুরা ,অনিল ত্রিপুরা ,সম্ভরাম ত্রিপুর ,শাওন্তি ত্রিপুরা ও বিষুরাম ত্রিপুরা কে ঘরগুলো বুঝিয়ে দেন। মোট ১২টি ঘরের কাজ চলছিল এর মধ্যে প্রধানমন্ত্রীর ৬টি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৬টি বসতঘর। ৬টি বসতঘর ছয় পরিবারকে বুঝিয়ে দেওয়া হলেও বাকি ৬টি কাজ এখনো শেষ না হওয়ায় সে গুলো সম্পন্ন হলে অন্যন্যাদের বুঝিয়ে দেওয়া হবে। দীর্ঘ দিন ঝুকিপুর্ণ ভাবে বসবাস করে আসছিল ত্রিপুরা পল্লী বসবাসকারীরা।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, ত্রিপুরা পল্লীতে আজ ছয়টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারনে বাকি ছয়টি এখনো সম্পুন্ন হয়নি। অচিরেই এ গুলো সম্পন্ন হলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।

পিবিএ/মোহাম্মদ হোসেন/এমএ

আরও পড়ুন...