পিবিএ ডেস্ক : #MeToo- মুভমেন্টের ছায়া পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা অলোক নাথের। গতকাল শুক্রবার ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে জানানো হয়, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আগামী ৬ মাসের জন্যে অলোক নাথের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
এর আগে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (CINTAA) বহিষ্কার করেছিল অলোক নাথকে। ১২ নভেম্বর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ফয়সলা করার জন্যে একটি সভা ডেকেছিল CINTAA। সেই সভায় উপস্থিত থাকেননি অলোক নাথ। তার পরেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল CINTAA।
IFTDA-র সভাপতি অশোক পণ্ডিত জানিয়েছেন, বিনতা নন্দার অভিযোগের ভিত্তিতে অলোক নাথের বিরুদ্ধে POSH কমিটিতে নালিশ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (ICC) তিনবার অলোক নাথকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি কোনওভাবেই সহযোগিতা করেননি। একবারও মিটিংয়ে আসেননি। এর পরেই FWICE-দ্বারস্থ হন তারা। অলোক নাথকে ৬ মাসের জন্যে নিষিদ্ধ করার অনুমোদন দিয়েছে FWICE। এই সিদ্ধান্তের কথা অভিনেতাকেও জানিয়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে অলোক নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেন, ‘আইন সঠিক সিদ্ধান্ত নেবে।’
পিবিএ/ জিজি