গণপরিবহনে ভির এড়িয়ে চলুন


৬৭ দিন পর চালু হলো গণপরিবহন। ভাল হয়েছে। তা না হলে সরকারি বেসরকারি অফিসগামীদের খুব সমস্য হচ্ছিল। তবে মনে রাখতে হবে, সরকার জনসাধারণের সুবিধার জন্য পরিবহন চালু করেছে। এবার অন্তত নিয়ম মেনে গাড়িতে চড়ুন। ভির এড়িয়ে চলুন। গাড়িতে বসার ক্ষেত্রে অবশ্যই দূরত্ব বজায় রাখুন।

যদি বাস কন্ডাক্টর অতিরিক্ত যাত্রি তুলতে চায়। জনসাধারণের উচিত হবে না উঠা। বাসে গাদাগাদি করে উঠানামা, রড ধরে দাড়ানো, ছিটে পাশাপাশি বসা একদম করা যাবে না।

সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করলে করোনা সংক্রমণ নিয়তন্ত্র করা সহজ হবে।

আরো যে বিষয় লক্ষ্য রাখা জরুরী তা হচেছ, শুধুমাত্র প্রয়োজনেই বের হওয়া উচিত। অপ্রয়োজনে ঘরের বাহির হওয়া মোটেও ঠিক হবে না।

করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে। অন্য দেশের সাথে তুলনায় বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে রয়েছে। আগামী দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারন সামাজিক সংক্রমণের চুড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ।

একদিন এই করোনা মহামারির সংকট কেটে যাবেই। তবে কত দ্রুত কাটবে, তা নির্ভর করে করোনাকে গুরত্বসহকারে বিবেচনা করার উপর। করোনাকে অবহেলা করার ফল ভয়াবহ হতে পারে। সর্তক ও সচেতনতার মাধ্যমে মোকাবেলা করতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মোতাবেক প্রতিরোধ করতে হবে। আর গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে তা অবশ্য পালনিয়।

পিবিএ/শতাব্দী আলম

আরও পড়ুন...