একজন রত্নগর্ভা মায়ের জীবনাবসান


শতাব্দী আলম : টঙ্গীর স্বনামধন্য মরহুম হাজী কছিম উদ্দিন সাহেবের স্ত্রী আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন রত্নগর্ভা জননী, দানশীল এবং ধার্মিক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় মহিয়সী নারী।

তিনি ২ পুত্র ও ২ কন্যা, নাতি-নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া। মরহুমার আর এক ছেলে ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। হেলাল সাহেব একইসাথে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, প্রকৌশলী ও সমাজ সেবক হিসাবে সকলের প্রিয়ভাজন।
মরহুমার মমতাময়ী তত্ত্বাবধানে দুই পুত্রই সমাজ হিতৈষী এবং শিক্ষানুরাগী হিসেবে টঙ্গীর মানুষের সেবা করে যাচ্ছেন। হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজ তাঁর বিশেষ আগ্রহে প্রতিষ্ঠিত হয়। হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশন আর একটি সেবামূলক প্রতিষ্ঠান। টঙ্গীতে প্রতিষ্ঠা করেছেন মসজিদ ও মাদ্রাসা।

দুইটি প্রতিষ্ঠানই টঙ্গীতে মানুষের সেবায় বিশেষ অবদান রেখে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অসহায় মানুষকে খাদ্য সহায়তা ও এতিম শিশুদের সেবা করে থাকে। করোনা কালে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশন মৃতদেহ সৎকারের কাজ করছে।

এই রন্তগর্ভা মায়ের ইন্তেকালে আমরা হারালাম একজন অভিভাবক। পিবিএ’র পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মরহুমার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম তপু প্রমুখ শোক প্রকাশ করেছেন।

পিবিএ/এমএ

আরও পড়ুন...