বিপুল বিজয়ের নামে আওয়ামী লীগের মহাবিপর্যয় হয়েছে: শাহাজাহান

বিএনপি
খুলনায় বিএনপির গোল টেবিল বৈঠক।

পিবিএ,খুলনা: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান বলেছেন, গত নিবার্চনে বিএনপির পরাজয় হয়নি-বিপুল বিজয়ের নামে আওয়ামীলীগের মহাবিপযর্য় হয়েছে। রাজনীতি, দেশ ও আওয়ামী লীগের কতবড় ক্ষতি হয়েছে তা তারা অচিরেই বুঝতে পারবে। শনিবার দুপুরে খুলনায় জাতীয় নিবার্চন পরবর্তী অভিজ্ঞতা পযালোর্চনা ও করনীয় নিয়ে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে প্রথম হত্যা করে আওয়ামী লীগ ও সে দলের নেতা। তার খেসারত তাদেরকে দিতে হয়েছে। এবারও নজিরবিহীন প্রহসন, ভোট ডাকাতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিবার্চনের নামে আওয়ামী লীগ প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে যা করেছে সেটা রাষ্ট্রের বিপযর্য়, গণতন্ত্রের বিপযর্য় হয়েছে।

খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ্যাড. নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মো:

মশিউর রহমান, মাসুদ আহমেদ রুমী, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুন্ডু, খুলনা মহানগর সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, বাগেরহাটের সভাপতি এম.এ. সালাম, যশোরের টিএস. আইয়ুবসহ খুলনা বিভাগের ১০জেলার ৩৬ টি আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনায় বিভাগের বিভিন্ন জেলায় নিবার্চনী সহিংসতায় নিহত, আহত, ক্ষতিগ্রস্থ, নিযার্তন- অত্যাচারের শিকার নেতাকর্মীদের মামলা ও নৈতিক ও মানবিক সহায়তা প্রদানের আহবান জানান।

 

পিবিএ/এসএইচ/জেডআই

আরও পড়ুন...