পিবিএ, ঢাকা : ঢাকার বেশি সংক্রমিত এলাকায় বাস করা কর্মকর্তা-কর্মচারীদের আপাতত সচিবালয়ে না আসার ব্যবস্থা করতে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ করা হয়েছে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে গণমাধ্যমের সাথে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সংক্রমণ বিবেচনায় বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকা ঘোষণার পর বিষয়গুলো আরও পরিষ্কার হবে। সংক্রমণ মোকাবিলায় ন্যূনতম কর্মকর্তা–কর্মচারী নিয়ে অফিস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে হবে, আবার কাজও চালিয়ে নিতে হবে। সংক্রমণেেরাধে সরকারি অফিসগুলোর পাশাপাশি বেসরকারি অফিসগুলোকেও একই প্রক্রিয়ায় কাজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
জানা গেছে, পূর্বে যেখানে একটি কক্ষে চারজন বসতেন। এখন একজন বা দু জন কাজ করছেন। কর্মকর্তা-কমচারীদের পালাক্রমে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এরই অংশ হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সবশেষ এই নির্দেশনা দিলেন।
পিবিএ/এমএ