পিবিএ ডেস্ক : ফের ফিরে এল ফিল হিউজ আতংক। মাথায় বিষাক্ত বাউন্সারের আঘাতে হাসপাতালে ভর্তি হলেন ক্রিকেটার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ক্যানবেরার ম্যানুকা ওভালে। সেখানে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলছে। আর তার দ্বিতীয় দিনেই ঘটল এই ঘটনা। অজি পেসার প্যাট কামিন্সের ১৪৩ কিমির বাউন্সার এড়াতে পারেননি শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে। কানের কাছে সরাসরি আঘাত লাগে তার।
ঘটনার পরেই মাঠে শুয়ে পড়েন করুণারত্নে। ছুটে আসেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। চলে যান শ্রীলঙ্কার দলীয় চিকিৎসকও। কিন্তু পরিস্থিতি দেখে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে সরাসরি হাসপাতালে পাঠানো হয় করুণারত্নেকে। এই মুহুর্তে হাসপাতালে লড়াই চালাচ্ছেন তিনি।
ঘটনাটি ঘটার আগে ৪৬ রানে ব্যাট করছিলেন করুণারত্নে। হাফ সেঞ্চুরি পূর্ণ করার আগেই দুর্ঘটনা। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন জাতীয় দলের তারকা ফিল হিউজ। ক্যানবেরার ঘটনা ফিরিয়ে দিল সেই স্মৃতি।
পিবিএ/ জিজি