ময়মনসিংহে ১৫ মিনিট পর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে

এসএসসি

পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগরীর সবগুলো পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনের এসএসসি পরীক্ষায় সকাল সোয়া ১০টার সময় পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র্র বিশ্বাস জানান, মূল পরীক্ষা কেন্দ্র্র থেকে সাব কেন্দ্রে প্রশ্নপত্র দেরিতে যাওয়ার কারণে ১৫ মিনিট পর প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। তবে প্রশ্নপত্র দেওয়ার সময় থেকে হিসেব করে নির্দিষ্ট ৩ ঘন্টা পরই পরীক্ষা শেষ করা হবে জানিয়েছেন তিনি। একইসাথে দেরিতে প্রশ্ন হাতে পাওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

ময়মনসিংহ মহানগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের সচিব চাঁন মিঞা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে সকাল ৯টার সময় পরীক্ষার প্রশ্নপত্র মুকুল নিকেতন হাইস্কুল মূল কেন্দ্রে আনার পর সকাল সাড়ে ৯টার সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে ম্যাসেজের মাধ্যমে নির্দেশ আসে প্রশ্ন বিতরণের জন্য। প্রশ্নপত্র হিসেব করে সাব কেন্দ্রে কেন্দ্র পাঠাতে দেরি হওয়ায় প্রশ্নপত্র ১৫ মিনিট পর অর্থাৎ সকাল সোয়া ১০টার সময় শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়েছে। তবে তাদের জন্য এই ১৫ মিনিট বরাদ্দ দেওয়া হবে জানান তিনি।

এদিকে প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকরা। অভিভাবক আরিফা রহমান জানান, ‘এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিতরণে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মনে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এ কারণে পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা আছে। পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।’ উল্লেখ্য ময়মনসিংহ জেলায় ৮৫টি পরীক্ষা কেন্দ্র ৭২ হাজার ৫১৯জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।

পিবিএ/এআরবিবি/জেডআই

আরও পড়ুন...