কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন

মনির হোসেন,কুমিল্লা: ‘মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক দায়বদ্ধতায় প্রতিশ্রুত’ শ্লোগানকে সামনে রেখে তরুণ সংবাদকর্মীদের প্রাধান্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা আহ্বানের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৬ জনকে আজীবন সদস্য এবং ৩৫জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটি ঘোষণা শেষে পার্ক রোডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাপ্তাহিক কুমিল্লার কথা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, সাংবাদিকদের ঐক্য কুমিল্লার মিডিয়া জগতকে সমৃদ্ধ করবে। রিপোর্টার্স ইউনিটি এগুলে কুমিল্লার সাংবাদিকরা এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ধারণ করে সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা রক্ষা করতে হবে। অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তৃতায় কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুণ ইসলাম টুটুল বলেন, রিপোর্টার্স ইউনিটির যে নবগঠিত কমিটি ঘোষণা হবে সেই কমিটির মধ্যদিয়ে কুমিল্লার সাংবাদিকদের মধ্যে মাইলফলক ইউনিটি গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। সাধারণ সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক জালাল উদ্দিন (এনটিভি)। প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিটির সদস্যসচিব সাদিক হোসেন মামুন (ইনকিলাব)।

বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সাদিক হোসেন মামুন (ইনকিলাব) সভাপতি, দেলোয়ার হোসেন জাকির
(দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক, আবুল খায়ের (যুগান্তর) কে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদের ২৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি ওমর ফারুকী তাপস (সিটিভি নিউজ) সহসভাপতি জালাল উদ্দিন (এনটিভি) সহ সাধারণ সম্পাদক আবু মুসা (এসএ টিভি) অর্থ সম্পাদক আজিজুল হক (এশিয়ান টিভি) দপ্তর সম্পাদক নেকবর হোসেন (আজকের জীবন) প্রচার-প্রকাশনা সম্পাদক সোহরাব সুমন (আর টিভি) বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদক জামাল
উদ্দিন দামাল (সমতটের কাগজ) প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মনির হোসেন (দেশ প্রতিক্ষণ) সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক চন্দন দাস (সিটিভি নিউজ) সমাজকল্যাণ সম্পাদক হালিম সৈকত (দৈনিক কুমিল্লার খবর) আপ্যায়ন ও আমোদ-প্রমোদ সম্পাদক মাহফুজ নান্টু (দৈনিক আমাদের কুমিল্লা) পাঠাগার সম্পাদক আনোয়ার হোসেন (বাংলাদেশ বিজনেস) নির্বাহী সদস্য: অ্যাড. মাসুদুর রহমান শিকদার (ডেইলি অবজারভার) এম সাদেক (ডাক প্রতিদিন) জসিম উদ্দিন কনক (দৈনিক কুমিল্লার আলো) মাহাবুব মোর্শেদ (কুমিল্লা দর্পন) হাবিব জালাল
(ডাক প্রতিদিন) সৈয়দ আহাম্মদ লাভলু (দৈনিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংবাদ) সৌরভ মাহমুদ হারুন (যুগান্তর) মিজানুর রহমান রাতুল (দৈনিক কালজয়ী) জানে আলম মজুমদার দুলাল (ভোরের কাগজ)) খন্দকার আলে এমরান হোসেন (চ্যানেল এ) জহিরুল হক বাবু (দৈনিক আমাদের কুমিল্লা)।
কমিটির আজীবন সদস্যরা হলেন- আবুল কাশেম হৃদয় (কুমিল্লার কাগজ) গোলাম কিবরিয়া (আরটিভি) এম ফিরোজ মিয়া (দেশ টিভি) জাহিদ হাসান (মানবজমিন) সেলিম রেজা মুন্সি (গাজী টিভি) আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি)। সাধারণ সদস্যরা হলেন- মাহাবুবুর রহমান কাসেম (সাপ্তাহিক চলন) মারুফ আহমেদ কল্প(দৈনিক প্রতিদিনের সংবাদ) আশিকুর রহমান আশিক (দৈনিক আজকের কুমিল্লা) তরিকুল ইসলাম তরুণ (দৈনিক আমাদের কুমিল্লা) নুরুল ইসলাম (দৈনিক ডাক প্রতিদিন) জুয়েল রানা মজুমদার (দৈনিক একুশে সংবাদ) রবিউল
বাশার খান (বঙ্গ টিভি) নাগমা মোর্শেদ (সাপ্তাহিক কুমিল্লা দর্পন) সাকিবুল ইসলাম সাকিব (দৈনিক বাংলার আলোড়ন) তুহিন আহমেদ (দৈনিক বাংলার আলোড়ন) খন্দকার দেলোয়ার হোসেন (দৈনিক অর্থনীতির কাগজ) এম. এইচ ওবায়েদুল হক (দৈনিক দেশ সেবা) এম শাহিন আলম (দৈনিক শ্রমিক) রফিকুল ইসলাম ( সাপ্তাহিক দুর্নীতির সন্ধানে) সাইফুল ইসলাম সুমন (জয়যাত্রা টেলিভিশন) জহিরুল হক রাসেল (ডেইলি এশিয়ান এইজ) নূরে জান্নাত মুনিয়া (সাপ্তাহিক কুমিল্লা দর্পন) শরিফুল ইসলাম সুমন (দৈনিক কুমিল্লা প্রতিদিন) রাজীব বণিক (অন
নিউজ ২৪) আসাদুল হক বাবু (দৈনিক বাংলাদেশ সমাচার) আরিফ আজগর (সাপ্তাহিক কুমিল্লার কথা) শাহিদুজ্জামান রাশেদ (সাপ্তাহিক কুমিল্লার কথা) বিউটি আক্তার পলি (কুমিল্লা নিউজ ২৪) এম.আর রানা (দৈনিক দেশ সেবা) জিল্লুর রহমান মানিক (দৈনিক দেশের পত্র) ফারুক আজম (দৈনিক ডাক প্রতিদিন) জহিরুল ইসলাম মারুফ (দৈনিক কালজয়ী) ওমর কাইয়ুম পলাশ (সাপ্তাহিক সমতটের কাগজ) ফাতেমা হ্যাপী (দ্য অন রিপোর্ট)আজগর শাহিন আলম (সাপ্তাহিক কালপুরুষ) ওমর ফারুক (দৈনিক বজ্রকন্ঠ) এজহারুল হক মিজান (দৈনিক
সময়ের আলো) আবদুল আউয়াল সরকার (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) ওমর শারিদ বিধান।

পিবিএ/এমএইচ/ জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image