করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

পিবিএ,বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামের তালুকদার বাড়ীর কৃতি সন্তান। মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের বড় ছেলে সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র বড় ভাই অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা সন্তান রেখে যান। মরহুম মোজাম্মেল হক তালুকদার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে তালুকদার বাড়ীর সন্তান। তিনি শহরের সূত্রাপুর পিটিআই মোড় এলাকায় নিজ বাড়ীতে বসবাস করতেন। তিনি কর্মজীবনে সরকারী শাহসুলতান কলেজের অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ, দৈনিক করতোয়া, দৈনিক উত্তরাঞ্চল, দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক উত্তরকোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, বগুড়া ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি এফপিএবি’র বগুড়ার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব ছিলেন এবং বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিতে ঢাকায় গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফ সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

পিবিএ/জিএম মিজান/এমআর

আরও পড়ুন...